বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

যশোরে তৃতীয় লিঙ্গের পলি হত্যামামলায় একজন গ্রেপ্তার

যশোর প্রতিনিধি

যশোরে তৃতীয় লিঙ্গের পলি হত্যামামলায় একজন গ্রেপ্তার

যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের মঙ্গলী পলি হত্যার ঘটনায় ঘাতক রমজান হোসেন ওরফে বাবুকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গত শনিবার রাতে যশোর শহরতলীর মুড়লী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পর হত্যার ঘটনায় ব্যবহূত চাপাতি এবং হত্যার পর লুট করা স্বর্ণালংকার, নগদ ১২শ টাকা, আসামির ব্যবহূত মোবাইল ফোন ও হত্যাকাণ্ডের শিকার পলির রক্তমাখা কাপড়ের অংশ বিশেষ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মঙ্গলী খাতুনের সঙ্গে আসামি রমজানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্পর্কচ্ছেদের চেষ্টায় ব্যর্থ হয়েই পলিকে হত্যা করে রমজান। রোববার (৩০ জুন) যশোর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন। ঘাতক আসামি রমজান মনিরামপুর উপজেলার কামালপুর গ্রামের আলী আহমেদের ছেলে।
 
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৮ জুন মনিরামপুরের মাছনা মোড়লপাড়া গ্রামে তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন পলির বসতঘরে বারান্দায় গলাকাটা মরদেহ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। এই সংক্রান্তে নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে। 

যশোর ডিবি পুলিশের একটি টিম তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত অপরাধীকে সনাক্ত করে। এরপর শনিবার যশোর শহরতলীর মুড়লী মোড় থেকে আসামি রমজান হোসেনকে গ্রেপ্তার করেন। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামি রমজান হোসেন ওরফে বাবু একজন কুখ্যাত চোর ও মাদকসেবী। তার বিরুদ্ধে একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে। ঘটনার দিন নিহতের বাসায় চুরির পরিকল্পনা করে বাড়িতে যায় ঘাতক রমজান। 

গভীর রাতে পলির বাড়িতে চুরি সংঘটনের সময় টের পেয়ে তাদের মধ্যে ধস্তাধস্তির একপযায়ে ঘরে থাকা ধারালো চাপাতি দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পলিকে হত্যা করে। এরপর তার ঘরে থাকা স্বর্ণের কানের দুল, নগদ ২২শ ৫০ টাকা চুরি করে পালিয়ে যায় রমজান আলী।

টিএইচ