সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

যশোরে নিহত বিজিবি সদস্যর মরদেহ ফেরত দিল বিএসএফ

যশোর প্রতিনিধি 

যশোরে নিহত বিজিবি সদস্যর মরদেহ ফেরত দিল বিএসএফ

যশোর সীমান্তের শার্শার শিকারপুর সীমান্তের নোম্যাচল্যান্ড এলাকা দিয়ে নিহত বিজিবির সৈনিক রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

বুধবার ( ২৪ জানুয়ারি) শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামারপাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তে মেইন পিলার ২৮ দিয়ে আনুষ্ঠানিক ভাবে মরদেহ হস্তান্তর করা হয়। বিজিবির সৈনিকের মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান আহম্মেদ জামিল ও ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা। 

সীমান্ত থেকে বিজিবি সদস্য রইচ  উদ্দিনের মরদেহ গ্রহণ করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। এরপর এখানে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে ঝুমঝুমপুর ৪৯ ব্যাটেলিয়নের নিয়ে যাওয়া হয়। জোহরবাদ সেখানে অনুষ্ঠিত হয় লাশের জানাজা। 

এই জানাযায় বিজিবির মহাপরিচালকসহ খুলনা ও কুষ্টিয়া সেক্টর এবং যশোর রিজিওনের বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরে তার পরিবারের কাছে মরদেহ হস্তন্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহণ করেন তার ভাই মাসুম রেজা বাবু। 

গত ২২ জানুয়ারি ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে বাংলাদেশ সীমান্ত থেকে সৈনিকের মরদেহটি টানতে টানতে ভারত সীমান্তে নিয়ে যায়।

টিএইচ