বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুজন আটক

যশোর প্রতিনিধি 

যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুজন আটক

যশোরে ৩২ পিস স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। যশোর ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সোমবার (১৮ মার্চ) যশোর উপশহর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

উদ্ধার স্বর্ণের ওজন ৩ কেজি ৩৫৬ গ্রাম। যার মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে দাবি করেছে পুলিশ। আটকরা হলেন, যশোর শার্শা উপজেলার শহিদুল ও সুমন। 

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেলের জুয়েল ইমরান জানান, রমজান উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। উপশহর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে গাড়ি তল্লাশিকালে পুলিশ সদস্যরা ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার তল্লাশি করে। 

এসময় জিজ্ঞাসাবাদে দুই আরোহী শহিদুল ও সুমন গাড়িতে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের তথ্য দেয়। পরে স্থানীয়দের উপস্থিতে ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ