সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

যশোর জামায়াতের রুকন সম্মেলন ও নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ

যশোর প্রতিনিধি

যশোর জামায়াতের রুকন সম্মেলন ও নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও  যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশ, ইসকনসহ বিভিন্নভাবে পালটা অভ্যুত্থানের চেষ্টা করছিলো। 

যা ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে। নতুন করে শুরু করেছে ডোনাল ট্রাম্প ইস্যু। এই ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবে না। যশোর জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (০৯ নভেম্বর) যশোর কেন্দ্রীয় ইদগাহ ময়দানে রুকন সম্মেলন ও নির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর নব-নির্বাচিত জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এবং যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান, টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল ড. আলমগীর বিশ্বাস. অন্যদের মধ্যে বক্তব্য  দেন  যশোর জেলা পশ্চিম আমির মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, জেলা শহর সাংগঠনিক জেলা নায়েবে আমির বেলাল হোসাইন, কেন্দ্রীয়  কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান , মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। 

এ সময় নির্বাচিত আমির অধ্যাপক গোলাম রসুলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন।

টিএইচ