সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

যশোর ডিবির এসআই মফিজুলের শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন

যশোর প্রতিনিধি

যশোর ডিবির এসআই মফিজুলের শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন

যশোর ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলামকে (পিপিএম) পুরস্কৃত করা হয়েছে। গত ডিসেম্বর মাসে দায়িত্ব পালনে ব্যাপক সফলতা অর্জন করায় যশোর পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হয়। 

পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এসআই মফিজুল ইসলাম পিপিএম মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ চরমপন্থি সদস্যকে গ্রেপ্তার অবৈধ অস্ত্র, বোমা তৈরির ২ কেজি বিস্ফোরক দ্রব্য, সুতলী বোমা উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেন। 

এর প্রেক্ষিতে গত সোমবার দেশব্যাপী অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসআই মফিজুল ইসলাম পিপিএমকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবিআই ও সিআইডির পুলিশ সুপারসহ জেলার অন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরস্কারের পেয়ে এসআই মফিজুল ইসলাম পিপিএম জানান, যেকোনো ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার কর্মস্পৃহাকে বৃদ্ধি করে।

টিএইচ