রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

যাত্রাবিরতির দাবিতে পূবাইলে ‘নরসিংদী কমিউটার’ ট্রেন থামিয়ে মানববন্ধন

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

যাত্রাবিরতির দাবিতে পূবাইলে ‘নরসিংদী কমিউটার’ ট্রেন থামিয়ে মানববন্ধন

গাজীপুরের পূর্বাইলে যাত্রাবিরতির দাবিতে ‘নরসিংদী কমিউটার’ ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৮ এপ্রিল) গাজীপুরের পূবাইল রেলস্টেশনে মানববন্ধনটি করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, পূবাইল রেলওয়ে স্টেশনটি গাজীপুর সিটি কর্পোরেশনে এলাকায় হওয়ার কারণে স্টেশনটি জনগুরুত্বপূর্ণ একটি স্টেশন। স্টেশনটি থেকে প্রতিদিন শত শত যাত্রী রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু এখানে ট্রেন যাত্রাবিরতি দেয় না, ফলে বৃদ্ধ, নারী-শিশুসহ যাত্রীরা বিভিন্ন ভোগান্তিতে পড়েন।

যাত্রীদের ভোগান্তি ও যাতায়াতের সুবিধার্থে পূবাইল স্টেশনে ট্রেন থামানোর দাবি আমাদের দীর্ঘদিনের। আশা করছি কর্তৃপক্ষ দ্রুত আমাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা আজ থেকেই স্টেশন মাস্টারকে ট্রেন থামানোর দাবি জানিয়েছি।

যদি পূবাইলে ট্রেন থামানো না হয়, তবে আগামীতে শিক্ষার্থী ও পূবাইলের সর্বস্তরের মানুষকে নিয়ে আরও বড় পরিসরে কর্মসূচি পালন করবো। যতদিন পর্যন্ত যত্রাবিরতির ঘোষণা দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

বিষয়টি নিয়ে পূবাইল স্টেশন মাস্টার তাহের মো. মুসা বলেন, মানববন্ধনের বিষয়ে তারা আমাকে কিছু বলেনি।  সকালে  তারা এসে মানববন্ধন করেছে। আমি বলেছি ট্রেন থামানোর কোনো নিয়ম নেই, আপনারা নিয়মিত মানববন্ধন করে দেখান। এরকম মানববন্ধন দেশের বিভিন্ন যায়গায় হয়েছে।  

সকালে সামনে তিতাস ট্রেন থাকাতে নরসিংদী কমিউটার ট্রেনটি ১৫ মিনিটের জন্যে থেমেছে আমি তাদের শুনিয়েছি তাদের জন্য ট্রেন থামানো হয়েছে। কর্মসূচির বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি ওখান থেকে কোনো নির্দেশনা আসলে পরবর্তীতে জানাতে পারব।

টিএইচ