বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রংপুরে পৃথক অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

রংপুর ব্যুরো 

রংপুরে পৃথক অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

রংপুরে পৃথক দুটি অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন ও ব্লাক রুবেলসহ তাদের সহযোগী ৩ জনকে দেশীয় পাইপগান ও রিভলবারসহ গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। 

বুধবার (১১ অক্টোবর) মেট্রোপলিটন পুলিশ কমিশনার হলরুমে সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায়। 

তিনি সাংবাদিকদের লিখিত বক্তব্য বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভূক্ত একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী  রাজিব হোসেন সুমন উরফে মেরিল সুমন (২৮) ও তার গ্রুপের ১০/১২ জন শীর্ষ সন্ত্রাসী কোন অজ্ঞাত এলাকায় ডাকাতির জন্য সশস্ত্র হয়ে একত্রিত হয়েছে। 

এই সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমানের নেতৃতে ১২ জনের একটি চৌকস পুলিশ দল কোতয়ালী থানাধীন ২৪নং ওয়ার্ডস্থ কামাল কাছনা তাঁতীপাড়া ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ১৫ টির অধিক মামলার আসামি রাজিব হোসেন সুমন উরফে মেরিল সুমনকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে ১ টি লোহার তৈরি পুরাতন পিস্তল ও ১৬ ইয়াবা পাওয়া যায়।

এবং তার সঙ্গে থাকা সন্ত্রাসী বিল্লাহ (২৭) আব্দুল মমিন (৪২) জুনায়েদ হোসেন অনিক (২৫) এবং সাজ্জাদ হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সেই ঘটনাস্থলের আশপাশে তল্লাশি করে ১ টি লোহা রড, ২ টি স্টিলের পাইপ, ২টি চাপাতি ও ৩টি বাঁশের লাঠিসহ ২টি জুতা এবং লায়লনের রশি জব্দ করা হয়। 

অপরদিকে একই রাতে মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে একটি পেশাদার ডাকাত দলকে কোবারু মৌজাস্থ মামা-ভাগিনার মোড়ে একটি সাদা রঙ্গের প্রাইভেটকার তল্লাশি করে তালিকভুক্ত শীর্ষ সন্ত্রাসী নওশাদ হোসেন রুবেল ওরফে ব্লাক রুবেলকে একটি দেশীয় তৈরি পাইপগান একটি চাইনিজ কুড়াল ও একটি দেশীয় ছোড়াসহ ৮ ইয়াবা উদ্ধার করে পরশুরাম থানার ওসি রবিউল ইসলামসহ তার নেতৃত্বে চৌকশ একটি পুলিশ দল। 

ওই প্রাইভেটকারে তার সাথে থাকা অপর আসামি ফিরোজ হোসেন, শহিদুল ইসলাম, মোতাসিম বিল্লাহ লিয়নকে আটক করা হয়। এসময় গাড়ি তল্লাশি করে আরো ২টি দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। 

পরশুরাম থানার ওসি দেয়া তথ্য অনুযায়ী প্রাইভেট কারের পিছনে থাকা আরো ০৩ টি মোটরসাইকেলযোগে আসামি আলম মিয়া ও রঞ্জু মিয়াসহ অজ্ঞাত ৩/৪ জন পালিয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আসন্ন দুর্গাপূজা ও জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতা রুখতে এ অভিযান অব্যাহত থাকবে

টিএইচ