বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রং তুলির আলপনায় মৌলভীবাজারে শিক্ষার্থীদের প্রতিবাদ

মৌলভীবাজার প্রতিনিধি

রং তুলির আলপনায় মৌলভীবাজারে শিক্ষার্থীদের প্রতিবাদ

শিক্ষার্থীদের উদ্যোগে পরিবর্তনের জোয়ার উঠেছে, তারা কাজ করছে বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারের বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়াল আলপনা নানা কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে। 

শহর ঘুরে দেখা যায়, শহরের কয়েকটি স্থানে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করা হচ্ছে। শহরের কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বাউন্ডারি দেয়াল বর্ষাকালে বৃষ্টির পানি পড়ে নোংড়া হয়েছিলো। সেই দেয়াল পরিষ্কার করে রং তুলির ছোঁয়ায় লেখার উপযোগী করা হয়। এরপর প্রতিবাদী বিভিন্ন বাক্য লেখা হয়।  

সেখানে বৈষম্যবিরোধী, অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার নানা চিত্র ফুটে উঠছে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে উপেক্ষা কাজ করছেন। শিক্ষার্থীদের পাশাপাশি রেডক্রিসেন্ট, বিএনসিসিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহযোগিতা করছেন। 

সামপ্রতিক ছাত্র আন্দোলনে শহীদদের স্মৃতি পরবর্তী প্রজন্মের মাঝে জানিয়ে দিতেই তাদের এমন উদ্যোগ।  শিক্ষার্থীরা বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে সুন্দর একটি বাংলাদেশ পরবর্তী প্রজন্মকে উপহার দেয়ার জন্য আন্দোলনকারীদের কিছু স্মৃতি দেয়ালে অংকন করছি। আমরা দেশের কোন সম্পদ নষ্ট করি নাই। 

এখানে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন আমাদের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। তারা আরও জানান, কোটা সংস্কারের শিক্ষার্থীদের নির্বিচার হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, দুর্নীতি প্রতিরোধ, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি ও হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

টিএইচ