গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে বিশেষ প্রযুক্তির আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের নিশ্চয়তা নিয়ে রাউজানে উদ্বোধন হয়েছে ৫০ শয্যার দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার পাহাড়তলী চৌমুহনী মোড়ে হাজী মকবুল টাওয়ারের ৩য় তলায় আনুষ্ঠানিকভাবে এ হাসপাতাল চালু করা হয়। প্রধান অতিথি থেকে এ হাসপাতালের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।
হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া, বিশেষ সুহূদ ছিলেন ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, পিএমজেএফ, প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন্স রুপম কিশোর বড়ুয়া, গেস্ট অব অনার প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মি.আশীষ কুমার বড়ুয়া, মোহাম্মদ দুলাল মিয়া, মুরাদ আহম্মদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অং ছিং মারমা প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা, বিশেষজ্ঞ চিকিৎসকরা, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
টিএইচ