বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাউজানে ভাই খুনের ঘটনায় ভাইসহ তিনজন আটক

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে ভাই খুনের ঘটনায় ভাইসহ তিনজন আটক

চট্টগ্রামের রাউজান উপজেলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই মো. সোহাগ আলম খুনের ঘটনায় হত্যার মূল হোতা বড় ভাইসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ মে) আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারগারে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন, নিহতের বড় ভাই সোনা মিয়া, সোনা মিয়ার পুত্র মো. তারেক ও সোনা মিয়ার স্ত্রী পারভিন আক্তার। উভয়ের বাড়ি উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খান পাড়া গ্রামে। 

গত বৃহস্পতিবার নিহতের স্ত্রী গুলিয়ানা আক্তার রাউজান থানায় বাদী হয়ে একটি মামলা করলে পুলিশ অভিযুক্তদের আটক করে। 

উল্লেখ্য, গত এক বছর ধরে বড় ভাই সোনা মিয়ার সঙ্গে নিহত সোহাগের একটি পারিবারিক মামলা চলছিল। গত বুধবার ওই মামলার আদালতে স্বাক্ষী ছিলো। বিকালে আদালত থেকে আসার পর সোনা মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দা-ছুরি নিয়ে হামলা চালায়। এ হামলায় যোগ দেয় তার পুত্র-স্ত্রীসহ কয়েকজন। 

এতে দুই পরিবারের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে বড় ভাই সোনা মিয়া ধারালো ছুরি দিয়ে ছোট ভাই সোহাগকে তার কক্ষে আঘাত ছুরিকাঘাত করতে থাকে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সোহাগকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে তিনি মারা যান। 

টিএইচ