সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাউজান-কাপ্তাই সড়কে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান-কাপ্তাই সড়কে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ

চট্টগ্রামের রাউজান উপজেলায় কাপ্তাই মহাসড়কে গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ ছিলো প্রায় ৪ ঘণ্টা অন্যদিকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। সকাল ৮টায় গাছ পড়লে সেটি অপসারণ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে উঠে।

শনিবার (৫ আগস্ট) কাপ্তাই মহাসড়কের রাউজানের পাহাড়তলী তাপবিদ্যুৎ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় একটি সিএনজি অটোরিকশার উপর গাছ পড়লে গাড়িটি দুমড়ে মুচড়ে যাই। সড়কের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার লাইনের বিদ্যুৎ সংযোগের ৩টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। 

এতে রাউজানসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঘটনার সময়ে গাড়িতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠান। 

এবিষয়ে জানতে চাইলে চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে শনিবার বিশাল গাছটি ভেঙে একটি সিএনজি গাড়ির উপর পরে। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। 

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও রাঙ্গুনিয়ার ফায়ার সার্ভিস মিলে গাছটি কেটে সারানোর জন্য প্রায় কয়েক ঘণ্টা কাজ করে আমরা যানচলাচল স্বাভাবিক করি। এসময় কয়েকজন আহত হয়েছে তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বলে তিনি জানান।

টিএইচ