বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙামাটিতে ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

রাঙামাটি সদর উপজেলা পর্যায়ে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা (আইডিএফ) এর কৈশোর কর্মসূচির আওতায় রাঙামাটিতে কৈশোর মেলা, ক্রীড়া, সাংস্কৃতি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ মে) ইন্টিগ্রেটে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) রাঙামাটি সদর উপজেলার আয়োজনে, পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায়, রাণী দয়ামী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রঙ্গণে দিনব্যাপী কৈশোর মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ফোকাল পার্সন, কৈশোর কর্মসূচি ও কো-অর্ডিনেটর আইডিএফ আঞ্চলিক কার্যালয়ের মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সহকারী শিক্ষক, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের লিটন দেব, মোহনা টেলিভিশনের রাঙামটি জেলা প্রাতনিধি মহুয়া জান্নাত মনি, এরিয়া ম্যনেজার রাঙামাটি আইডিএফ মহসিন মাসুদ, ব্যবস্থপক রাঙ্গামাটি শাখা মো. সবুজসহ উপস্থিত ছিলেন কিশোর কিশোরী ক্লাবের মেন্টর ও সদস্যরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

টিএইচ