সামপ্রদায়িক সমপ্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা শেষ করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা চাই সকল সমপ্রদায় মিলে উৎসবমুখর পরিবেশ শারদীয় দুর্গাপূজা যাতে সম্পন্ন করতে পারি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, নবাগত জেলা পুলিশ সুপার ড. মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও রাঙামাটি সাবেক সাংসদ ঊষাতন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুপ মুৎসুদ্দী প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় জেলার ৪৪টি পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিএইচ