শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রাঙামাটির রাজস্থলীতে অগ্নিকাণ্ডে একজন দগ্ধ

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙামাটির রাজস্থলীতে অগ্নিকাণ্ডে একজন দগ্ধ

রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি কুলিং কর্নারে গত শুক্রবার রাতে আগুনের ঘটনা ঘটে। আগুনে দীপংকর দাশ (৩২) নামে স্থানীয় একটি কুলিং কর্নারের মালিক দগ্ধ হয়েছে। তাকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।

জানা গেছে, দীপংকর দাশ উপজেলার মহব্বত পাড়ার বাসিন্দা ও মৃত অমর দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রাজস্থলী বাজারে দীপংকর দাশের কুলিং কর্নারে গ্যাসের সিলিন্ডারের আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। 

এ সময় ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান আনে। পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করেছে জরুরি বিভাগের চিকিৎসক।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, রাজস্থলী বাজারে আগুনের ঘটনায় হাসপাতালে দগ্ধ একজনকে আনা হয়েছে। তার শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়েছে। তবে শ্বাসনালি দিকটা পুড়েনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

টিএইচ