বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে সমপ্রীতি সমাবেশ 

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে সমপ্রীতি সমাবেশ 

গত ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা, সাংবাদিকরা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সমপ্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমপ্রীতি সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. এরশাদ হোসেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির মো. আব্দুল আলীম, রাঙ্গামাটি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রাজিব চাকমা, সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মো. আলী বাবর প্রমুখ। 

সমপ্রীতি সমাবেশে বক্তারা বলেন, গত ২০ তারিখে রাঙ্গামাটিতে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তা কারোই কাম্য ছিলনা। 

ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে, আমরা চাই রাঙ্গামাটিতে সকল সমপ্রদায় সমপ্রীতির মনোভাব নিয়ে মিলেমিশে থাকুক। সভায় রাঙ্গামাটি শহরকে সংঘাতমুক্ত রাখতে সকল সমপ্রদায়ের নেতাদের স্ব-স্ব সমপ্রদায়ের মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়।

টিএইচ