শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটিতে দুস্থ পরিবারের মধ্যে সেনাবাহিনীর সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে দুস্থ পরিবারের মধ্যে সেনাবাহিনীর সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে সেনাবাহিনী অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে বিশেষ সহায়তা প্রদান করেছে। গতকল রাঙ্গামাটি রিজিয়নে প্রান্তিক হলের মাঠে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এ সহায়তা তুলে দেন।

এসময় তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালী পরিবারকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০৪টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ০৪ বান ঢেউটিন, মাদ্রাসার জন্য ০৩টি ফ্যান এবং দুস্থ ব্যক্তিকে চিকিৎসায় ১ লাখ ২৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, পার্বত্যাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার পাশপাশি দরিদ্র জনগোষ্ঠীদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সমপ্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সেনাবাহিনী কাজ করছে। 

এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসময় মেজর তাজদিক বিন নজরুলসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ