বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটিতে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ক্ষমতায় টিকে থাকার জন্য পৃথিবীর ইতিহাসে জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আ.লীগ সরকার বলে মন্তব্য করেছেন প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রামের সাবেক এমপি মাওলানা মো. শাহজাহান। তিনি বলেন, আ.লীগ ক্ষমতায় থাকার সময় সবচেয়ে বেশী নির্যাতিত ও মজলুম হয়েছে জামায়াতে ইসলামী। অথচ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আ.লীগ সরকার বিতাড়িত হওয়ার পর কোনো প্রতিশোধ নেয়নি। 

আমরা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিশোধ নেব। শনিবার (৩০ নভেম্বর) রাঙ্গামাটি বনরূপা আল আমিন সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পৌর জামায়াতের কর্মী সম্মেলন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এর আগে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা আল আমিন সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

জামায়াতের রাঙামাটি পৌর শাখা কমিটির সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয়  মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জাফর সাদেক, জেলা কমিটির আমির অধ্যাপক আব্দুল আলীম, নায়েবী আমির  মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম,  সেক্রেটারি জেনারেল মনছুরুল হকসহ অন্য নেতার।

টিএইচ