সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটিতে ব্রডব্যান্ড সেবা বন্ধের কারণ জানালো ডিডিএন

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে ব্রডব্যান্ড সেবা বন্ধের কারণ জানালো ডিডিএন

রাঙ্গামাটিতে দুই পক্ষের সংঘর্ষের সময় আগুনে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার তার পুরে যায়। ফলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংঘর্ষের সময় বনরুপা এলাকায় বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হয়।

জানা যায়,  এ আগুনে ইন্টারনেটের তার পুড়ে যায়। এজন্য দুপুর থেকে রাঙ্গমাটি শহরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়েছে। তবে বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক রয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ডিডিএন নেটওয়ার্কের কর্মী জগৎ জোতি চাকমা বলেন, ভবনে লাগা আগুনে পুড়ে গেছে ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন। ফলে গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা আজ সকাল থেকে সঞ্চালন লাইন ঠিক করার জন্য নেমেছি। 

ডিডিএন এর ব্রাঞ্চ ইনচার্জ লোকমান হোসেন বলেন, সঞ্চালন লাইন আগুনে পুড়ে গেছে। ফলে শহরের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ আছে। আশা করছি আজকের মধ্যে লাইন ঠিক করা সম্ভব হবে।

সংঘর্ষের পর রাঙ্গামাটিতে সেনা, বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা রাত থেকে পাহারা দিচ্ছেন। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মূল সড়কে যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কগুলোতে ছোট-ছোট যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলছে।

টিএইচ