সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটিতে সাংবাদিকের সুধী সংলাপ

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে সাংবাদিকের সুধী সংলাপ

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনভূমির সম্পাদক পাহাড়ের চারণ সাংবাদিক আলহাজ এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫ বছর পূর্তি উদ্যাপন ঘিরে  সুধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) রাঙামাটি প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের হলরুমে এই সুধী সংলাপ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন, রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য্য  প্রমুখ। 

সুধী সংলাপে বক্তারা বলেন, বিশ্বের যেকোনো পেশায় নির্দৃষ্ট একটা বিষয়ে জানা থাকলে কাজ করা যায়। তবে সাংবাদিকতা করতে গেলে সব বিষয়ে জানতে হয়। তেমনি এ কে এম মকছুদ আহমদের সাংবাদিকিকতার বিষয় এসব জানতেন বলেই তিনি সাংবাদিক হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করেছে। 

টিএইচ