বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটি জেলা পরিষদ পুনর্গঠন

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটি জেলা পরিষদ পুনর্গঠন

দীর্ঘদিনের জল্পনা কল্পনা শেষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের জেলা পরিষদ গঠন করা হয়।

গত বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী জেলা পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে কাজল তালুকদার ও সদস্য পদে যথাক্রমে বাঘাইছড়ি উপজেলা থেকে দেব প্রসাদ দেওয়ান, নানিয়ারচর থেকে প্রনতি রঞ্জন খীসা ও দয়াল দাশ, রাঙ্গামাটি সদর থেকে প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, নাইউ প্রু মারমা, রাঙাবী তঞ্চঙ্গ্যা, সাগরিকা রোয়াজা, মো. হাবীব আজম, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসা বেগম, কাপ্তাই থেকে ক্যওসিংমং, বিলাইছড়ি থেকে ড্যানিয়েল লাল মুয়ান পাংখোয়া এবং লংগদু উপজেলা থেকে মিনহাজ মুরশীদকে মনোনীত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত উপর্যুক্তভাবে পুনর্গঠিত এ অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আইনে সব সংশোধনীর বিধান অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একই উপজেলা থেকে একাধিক সদস্য মনোনীত করা অন্যদিকে জেলার কাউখালী, রাজস্থলী, বরকল ও জুরাছড়ি উপজেলা থেকে পার্বত্য এ জেলা পরিষদে কোনো প্রতিনিধি বা সদস্য না থাকায় সচেতন মহল আলোচনা সমালোচনাসহ ক্ষোভ প্রকাশ করছেন।

টিএইচ