বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ  

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ  

রাঙ্গামাটি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। গত রোববার মেডিকেল কলেজে একাডেমিক কউন্সিলের জরুরি সভার এ সিদ্ধান্ত নেয়া হয়। 

রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া স্বাক্ষরিত এক নোটিশে এতথ্য জানানো হয়। নোটিশে আরও বলা হয়, সভায় উপস্থিত সব ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে শুধু ছাত্র রাজনীতি নয় কলেজ শিক্ষক-কর্মচারীদের মধ্যে সবধরনের সব রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। 

এতে রাঙ্গামাটি মেডিকেল কলেজের বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, কলেজে বৈধ শিক্ষার্থী ব্যতিত বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।

রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া জরুরি সভায় জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মেডিকেল কলেজে সব ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

টিএইচ