সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গার মনোনয়ন দুপুরে স্থগিত বিকেলে বৈধ

রংপুর ব্যুরো

রাঙ্গার মনোনয়ন দুপুরে স্থগিত বিকেলে বৈধ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের যাচাই-বাছাইয়ের প্রথম দিনে শনিবার সকালে জাতীয় পার্টির বহিস্কৃত সাবেক মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার মনোনয়ন স্থগিত করা হলেও  বিকেলে তা বৈধ ঘোষনা করা হয়।

দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় দুদকের একটি মামলা সংক্রান্ত বিষয়ে কাগজপত্র দাখিল না করায় তার মনোনয়ন স্থগিত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান। পরে বিকেলে মামলার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন ওই রিটার্নিং কর্মকর্তা।

মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য। জাতীয় পার্টি থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা করেছিলেন।

দুদকের মামলার নিষ্পত্তির কপি না দেওয়ায় সকালে বিরোধীদলীয় চিফ হুইপ, জাতীয় পার্টির বহিস্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা মনোনয়ন স্থগিত করা হয়েছিলো।

টিএইচ