সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি 

রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে মানববন্ধন

দেশের সকল রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। শনিবার (১৭ জুন) শহরের শহীদ মিনার সড়কে বেসরকারি সংস্থা রূপান্তর এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

নেছারাবাদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহানের সভাপতিত্বে মানববন্ধনে জেলার মহিলা জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিওর নেতারা অংশ নেয়। মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের পিরোজপুর শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচি শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক খালিদ আবু, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন এবং বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা জনপ্রতিনিধিরা বক্তব্য দেন। 

এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুসারে সকল রাজনৈতিক সংগঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে হবে। কিন্তু কোন রাজনৈতিক দলই এ শর্ত পূরণ করেনি। তাই ২০২৫ সালের আগে সকল রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান বক্তারা।

টিএইচ