বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ক্যাবের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ীতে আলু ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং নিষিদ্ধ ড্রামে খোলা সয়াবিন তেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সোমবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ক্যাবের রাজবাড়ী জেলা সহ-সভাপতি মুকুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, পাংশা উপজেলা প্রতিনিধি কে এ দানিয়েল সিফাত, কালুখালী উপজেলা প্রতিনিধি শেখ মোঃ মাসুদ রানা, বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি শাজাহান বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শাহজাহান উদ্দিন এবং ব্যবসায়ী প্রতিনিধি জামাল উদ্দিন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, আলু ও পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়ছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে, বাজারে নতুন আলু উঠলেও সিন্ডিকেটের কারণে এর দাম কমছে না, নিষিদ্ধ ড্রামে খোলা সয়াবিন তেল বিক্রি চলছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

বক্তারা ফ্যাসিস্ট সরকারের অবসানের পরও এর দোসরদের দুর্নীতি বন্ধ না হওয়ার কথা উল্লেখ করে দাবি করেন, এই সিন্ডিকেট ভেঙে দিতে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।

এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান জানান, জেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে নিয়মিত পাইকারি বাজার মনিটরিং করা হচ্ছে। সিন্ডিকেটের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টিএইচ