বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মী সম্মেলনে শুক্রবার ( ২৪ মে) বেলা সাড়ে ১১ টারদিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মী সম্মেলনের অনুষ্ঠান চলাকালে কেন্দ্রীয় নেতাদের সামনেই বিবাদে জড়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানের শুরুর সময় সম্মেলন কক্ষে প্রবেশ করাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভর সামনেই ছাত্রদল কর্মীরা হট্টগোল শুরু করেন।

এসময় সম্মেলন স্থলেই হাতাহাতির এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এতে করে মুহুর্তের মধ্যেই সম্মেলন স্থলকে ঘিরে আতংক বিরাজ করে। মঞ্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তাদেরকে শান্ত করতে বার বার মাইকে ঘোষণা দিলেও ছাত্রদল নেতা-কর্মীরা শান্ত না হওয়ায় সম্মেলন স্থলে হট্টগোল করার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি। 

পরবর্তীতে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিনের হস্তক্ষেপে হট্টগোল বন্ধ হয়। পরে কর্মী সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এর আগে এ কর্মী সম্মেলনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল কর্মীরা দলে দলে মিছিল নিয়ে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়। 

এরপর ছাত্রদল কেন্দ্রীয় নেতারা দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন। এই কর্মী সম্মেলনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান গ্রহণ করেন।

কর্মী সম্মেলন শেষে দুপুর পৌনে ১ টার সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতারা বের হওয়ার সময় আবার ছাত্রদল কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কেন্দ্রীয়  নেতারা তাদের ধামাতে না পেরে গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর তারা দেননি। তবে জেলা পুলিশের সদস্যরা ধাওয়া পাল্টার সময় নিরব ভুমিকা পালন করেন।এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

টিএইচ