বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়  

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়  

রাজবাড়ী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা। সোমবার (৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি, রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক ও চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি অ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি ও ডেইলি অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, সহ-সভাপতি ও বাংলা নিউজের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সভাপতি ও আরটিভি, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি এম মরিুজ্জামান, সহ-সম্পাদক ও কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি হেলাল মাহমুদ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা নজরুল ইসলাম, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রঞ্জু আহমেদ, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি কবির হোসেন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি কামাল হোসেন, জনতার মেইল নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম প্রমুখ।

এসময় সংবাদকর্মীরা জেলার বিভিন্ন সম্ভাবনা, সমস্যা, উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে নবাগত ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন। এবং তার সকল ইতিবাচক কর্মকান্ডে সহয়তার আশ্বাস দেন। পাশাপাশি জেলায় সাংবাদিকতার গুনগত মানোন্নয়নসহ সার্বিকভাবে তাদের পাশে থাকার জন্য সাংবাদিকরা ইউএনওর প্রতি অনুরোধ জানান।

সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা বলেন, আমি আপনাদের দেয়া পরামর্শগুলোকে সামনে রেখে জেলায় বিদ্যমান সকল সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো। এ জন্য আমি সকল গণমাধ্যম কর্মীদের সহযেগিতা কামনা করছি।

টিএইচ