রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে নিপাহ ভাইরাস প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা 

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে নিপাহ ভাইরাস প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা 

নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্বক প্রাণঘাতী রোগ, যা বাদুড় থেকে মানুষে মুলত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে সংক্রমিত হয়। তবে খেজুরের রস থেকে তৈরি গুড় খাওয়ায় কোন বাধা নেই। 

এ রোগে মৃত্যুর হার ৭০ শতাংশেরও বেশি। প্রতিরোধই হচ্ছে এ রোগ থেকে বাঁচার উপায়। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজবাড়ী পৌরসভার সম্মেলন কক্ষে নিপাহ ভাইরাস প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা। 

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, রাজবাড়ী পৌরমেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান, জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ফিরোজ আল মামুন প্রমুখ। 

স্বাগত বক্তব্যে রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ডেপুটি প্রগ্রাম ম্যানেজার ডা. শ.ম. গোলাম কায়সার। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, ইউনিসেফের প্রতিনিধি ডা. রেজাউন নবী। 

এসময় উন্মুক্ত আলোচনা করেন, স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, সাংবাদিক, গাছিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

টিএইচ