জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসক রাজবাড়ীর নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাণীবহ বাজার ও রাজবাড়ী পৌর কাঁচা বাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, সবজি ও পেঁয়াজ হাট এবং খাদ্য সামগ্রীর দোকানে তদারকি চালানো হয়।
তদারকিকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করাসহ নিষিদ্ধ পণ্য প্রদর্শনের মতো অপরাধের প্রমাণ পায় অধিদপ্তর। এসব অপরাধে সালাউদ্দিন স্টোরকে ৫ হাজার এবং চৌধুরী ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে ভোক্তা-সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এসময়, সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, পুলিশ লাইন্সের এএসআই মো. মোস্তাফিজুর রহমান এ কার্যক্রমে সহায়তা করেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, জনস্বার্থে এই ধরনের বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
টিএইচ