বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে বিএনপিপন্থি আইনজীবীদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি  

রাজবাড়ীতে বিএনপিপন্থি আইনজীবীদের মানববন্ধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। রোববার (১৪ জানুয়ারি) রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সামনে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড লইয়াস ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখা। 

এ সময় সংগঠনের সভাপতি অ্যাড. শাহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, অ্যাড. আব্দুর রাজ্জাক, অ্যাড. নেকবর মনি প্রমুখ বক্তৃতা করেন। 

বক্তারা এ সময় অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনরায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

টিএইচ