বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে বিএমএসএফের যুগপূর্তি উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বিএমএসএফের যুগপূর্তি উদযাপন

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১২ বছর পূর্তি ও ১৩ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার মাধ্যমে সংগঠনটির প্রতিষ্ঠাবাষিকী উদযাপন করা হয়। এ সময় আগত সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা সভায় বিএমএসএফ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি মো. কবির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক আমাদের সময়, দি বিজনেস পোস্ট পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি, দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার বার্তা সম্পাদক ও রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, দৈনিক বনিক বার্তা ও একাত্তর টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মো. মেহেদী হাসান, জাগো নিউজ ও যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান প্রমুখ। এসময় জেলা, উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

দোয়া পরিচালনা করেন, মাওলানা আবু বক্কর সিদ্দিক। পরে কেক কাটা হয়। 

টিএইচ