সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

কামাল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক অ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন প্রমূখ। ক্যাম্পেইনের নানা বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আব্দুল গাফফার।

এ কর্মশালায় জানানো হয় আগামী ১ জুন অনুষ্ঠিতব্য ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ১০৬৯ টি  কেন্দ্রে মোট ১ লক্ষ ৫০ হাজার ৩০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। সেখানে স্বেচ্ছাসেবকের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ১৮ হাজার ৩০০ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লক্ষ ৩২ হাজার জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ী পৌরসভাসহ ৫টি উপজেলার ৪২টি ইউনিয়নে একযোগে এই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পেইন সফল করতে জেলার সবকটি মসজিদে ও অন্যান্য উপাসনালয়ে মাইকিং করে সাধারণ মানুষদের অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

এছাড়াও ক্যাম্পেইনের আগের দিন পৌরসভা ও অন্যান্য ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে মাইকের মাধ্যমে অবহিতকরণ প্রক্রিয়া চালু থাকবে। তাছাড়াও রেলস্টেশন, বাস স্ট্যান্ড ও বিভিন্ন বাজার এলাকায় ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমেও ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরও জানান ক্যাম্পেইনে কোন অসুস্থ শিশু, ৬ মাস বয়সের কম বা ৫৯ মাস বয়সের বেশি কোন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না। তবে সুস্থ প্রতিবন্ধী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

টিএইচ