শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে শিক্ষার্থী-রাজনীতিকদের সঙ্গে ডিসির মতবিনিময়

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে শিক্ষার্থী-রাজনীতিকদের সঙ্গে ডিসির মতবিনিময়

চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজবাড়ীতে রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান।

বুধবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা আন্দোলনের সময়ে তাদের ওপর যুবলীগ-ছাত্রলীগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের বিষয় তুলে ধরে বিচার দাবির পাশাপাশি বর্তমানে লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ করে রাজবাড়ীতে শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপি নেতা ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ডিসি-এসপি আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের কথা শুনেছেন। তারা আশ্বস্ত করেছেন শান্তি রক্ষায় দোষীদের গ্রেপ্তার করার পাশাপাশি আইনকে পুনরুজ্জীবিত করতে কাজ শুরু করবেন। 

এ জন্য রাজনৈতিক দল হিসেবে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। এ সময় পুলিশ সুপার আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ