বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীর পদ্মায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ দুজন আহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ দুজন আহত

রাজবাড়ী পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরা জেলেদের হামলায় সদর উপজেলা মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল ও প্রাক্তন অফিস সহায়ক মো. রুহুল আমিন আহত হয়েছেন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) রাজবাড়ী সদর উপজেলার অন্তর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের প্রণোদনা দেয়া হয়েছে। তারপরও অসাধু জেলেরা মাছ শিকার করছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। 

রোববার (২০ অক্টোবর) আমরা ধাওয়াপাড়া ফেরিঘাটের একটি বরফকল বন্ধ করে দেয়। আমাদের মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল ও প্রাক্তন অফিস সহায়ক মো. রুহুল আমিন অন্তর মোড় এলাকায় ইলিশসহ জেলেদের আটক করে। জেলেরা তাদের মারধর করে মাছ ছিনিয়ে নিয়ে যায়। 

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশসহ আমরা সেখানে গিয়ে তাদের আহত অবস্থায় উদ্ধার করি। রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।  

টিএইচ