সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাজশাহীতে নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে মানববন্ধন

নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে রাজশাহী মহানগরীর অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। শনিবার (১০ আগস্ট) রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব শেষ হয়ে গেছে। এখন তারা গতানুগতিক হয়ে গেছে। শিক্ষার্থীদের মনে ঢুকেছে যেকোনভাবে ভাল নম্বর নিয়ে পাস করলেই ভাল কলেজে ভর্তি হওয়া যায়। কিন্তু এভাবে আর চলতে দেয়া যায় না। এখন একটাই দাবি পুরাতন কারিকুলাম চালু করা। 

তারা পাঁচ ঘণ্টা পরীক্ষা চান না। তারা বছরে দুটি পরীক্ষা চান। সেইসঙ্গে ২০২২-২৩ সালের কারিকুলাম চালু করার জোর দাবি জানান। আর এ বিষয়ে অন্তর্বর্তীবালীন সরকার নিশ্চই ব্যবস্থা নেবেন বলে আশাব্যাক্ত করেন উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা।

অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, নতুন কারিকুলাম শিক্ষকরাই ভালভাবে বুঝতে পারেন না। এ অবস্থা শিক্ষক ও অভিভাবকরা কিভাবে তার সন্তানদের শেখাবেন বলে উল্লেখ করেন তারা। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিভাবক রোজি খন্দকার, মামুনুর রশিদ, মাহাবুবুল আলম, সায়মন ইসলাম ড. সোহেল ইসলাম, সানজিদা সুলতানা, তাহমিনা আজিজ, রাজিয়া সুলতানা, আব্দুল হাকিম, মোতাহার হোসেন, শিক্ষার্থী সারা এ্যানজেলিন, ইসরাত জাহান, তানিসা খন্দকার, ইউসুফ ও তাসকিয়া রহমানসহ অভিভাবক ও শিক্ষার্থী মিলে শতাধিক উপস্থিত ছিলেন।

টিএইচ