সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রাজশাহীতে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

রাজশাহীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার পর এবার বাজার মনিটরিংয়ে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সকালে তারা সাহেববাজারে যান। এসময় বিভিন্ন পণ্যের দাম যাচাই করেন তারা।

শিক্ষার্থীরা কাঁচাবাজার, পেঁয়াজ-রসুনসহ মসলার দোকান এবং মাছ ও মুরগির দোকানে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

তাদের এ কাজে সহায়তা করেন শিক্ষকরাও। বাজার ব্যবসায়ী সমিতির সঙ্গেও বৈঠক করেন শিক্ষার্থীরা। এসময় ইজারা ফি কমানো, চাঁদাবাজি বন্ধসহ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ব্যবসায়ীরা।

অন্যদিকে বাজারে মূল্য তালিকা ঝোলানো, বাড়তি দাম না রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা। তাদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। শিক্ষার্থীরা বলেন, যদি কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে তারা ব্যবস্থা নেবে।

টিএইচ