বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

রাজশাহীতে সিসি ক্যামেরা নষ্ট থাকায় বেড়েছে অপরাধ

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে সিসি ক্যামেরা নষ্ট থাকায় বেড়েছে অপরাধ

রাজশাহী মহানগরীতে সিসি ক্যামেরা নষ্ট থাকায় বেড়েছে চুরি-ছিনতাই ও খুনের মতো ঘটনা। সোমবার (২১ এপ্রিল) এ অভিযোগ করেন রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জামাত খান।

এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে বর্তমান পরিস্থিতি মাথায় নিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, আরএমপি এলাকায় প্রায় ৪০০ সিসি ক্যামেরা ছিল। যার সবগুলোই নষ্ট রয়েছে। এই সব ক্যামেরার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তথা রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে চাহিদা দেয়া হয়েছে। কিন্তু সেই সব ক্যামেরা মিলছে না।

ক্যামেরাগুলো পেলে অপরাধীদের গ্রেপ্তার ও শনাক্ত করা যাবে। কয়েক দিন আগে রাজশাহী মহানগরীর তালাইমারি শহিদ মিনার এলাকায় এক মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তার বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে।

রাজশাহী জিরো পয়েন্ট এলাকায় জয়দেব ভদ্র বলেন, গত রোববার ঘোড়ামারা এলাকায় রিকশায় থাকা এক ব্যক্তির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যা নগরীর বোয়ালিয়া মডেল থানা ভবন থেকে মাত্র ৪০০ মিটার দূরে।

এদিকে কোর্ট স্টেশন এলাকার রফিকুল ইসলাম বলেন, বক্ষব্যাধি হাসপাতালসহ নগরীর বহু এলাকার ম্যানহোলের মুখ চুরি যাওয়ার কারণে মুখ খোলা থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে হচ্ছে।  রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি সিটি কর্পোরেশন অবগত।

বিভিন্ন স্থানে ম্যানহোলের মুখ চুরি হয়ে গেছে। খোদ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে থাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি বলেন, চোর শনাক্ত করে ধরতে হবে। এতে ম্যানহোলের ঢাকনা চোর ও অন্য অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

রাজশাহী সিটি করপোরেশনের ম্যানহোল সংক্রান্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগের সঙ্গে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি।

এদিকে সিটি করপোরেশনের সিসি ক্যামেরা সংক্রান্ত (ইলেকট্রনিক) নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট বলেন, আরএমপি কমিশনারের দেয়া সিসি ক্যামেরার চাহিদা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ফান্ড পেলেই সব ক্যামেরা স্থাপন করা হবে।

টিএইচ