সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাজশাহীবাসীর স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক অ্যাম্বুলেন্স 

রাজশাহী ব্যুরো

রাজশাহীবাসীর স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক অ্যাম্বুলেন্স 

রাজশাহী মহানগরীর স্বাস্থ্যসেবায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়েছে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সেবা। সম্প্রতি ভারত সরকার কর্তৃক সৌজন্য উপহার হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনকে (রাসিক) একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। পরে নগরবাসীর চাহিদাসাপেক্ষে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সটি দ্রুত চালুর নির্দেশনা প্রদান করেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

এর পরিপ্রেক্ষিতে গত সোমবার থেকে মহানগরবাসীর স্বাস্থ্যসেবায় সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগে যুক্ত হয়েছে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সেবা। এ তথ্য নিশ্চিত করে গত সোমবার রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু জানান, এখন থেকে নির্দিষ্ট ফরমের মাধ্যমে আবেদন করে মহানগরবাসী কার্ডিয়াক অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারবেন। 

এক্ষেত্রে রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্স ব্যবহার নীতিমালা অনুযায়ী ভাড়া প্রযোজ্য হবে। কার্ডিয়াক অ্যাম্বুলেন্স ব্যবহার সহযোগিতায় জরুরি নম্বরসমূহ হচ্ছে : রাজশাহী সিটি কর্পোরেশনের আবাসিক চিকিৎসক (সিটি হাসপাতাল) মো. তারিকুল ইসলাম বনি (০১৭৪০৯৮৭৬৯০), মেডিকেল অফিসার (সিটি হাসপাতাল) মো. নাসরুল্লাহ্ দেওয়ান বাঁধন (০১৭৬৩৭৪৬১৬৭), প্রশাসনিক কর্মকর্তা (সিটি হাসপাতাল) মো. জাকির হোসেন (০১৭২৭১৪৪৪৯৫)। এছাড়াও হটলাইন নম্বর হচ্ছে ০১৭৫৮৯০১৯০৩। 

টিএইচ