শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

রাজশাহীর চারঘাটে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ

রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জনশুমারী ও গৃহগননা ২০২১ প্রকল্পের ট্যাবলেটসমূহ হতে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নাগরিক গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌরমেয়র একরামুল হক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সৈয়দ কামাল হায়দার, উপজেলা মাধ্যমিক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদুল হাসান মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র/ছাত্রী ও প্রধান শিক্ষকরা।

অনুষ্ঠানে উপজেলার ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ৩৪৮ জন শিক্ষার্থীর মধ্যে একটি করে ট্যাব প্রদান করা হয়। 

অনুষ্ঠান শেষে পবিত্র মাহে রমজান ও ইদুল ফিতর উপলক্ষ্যে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গরীব ও অসহায় পরিবারের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্যক্তি উদ্যোগে ৫শ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ এবং পৌরসভা চত্বরে অসহায়, দুঃস্থদের মধ্যে সরকারি ভিজিএফ কার্ডের ১০ কেজি করে চাল বিতরণ করেন। 

টিএইচ