সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাজশাহীর বিনোদন স্পট ঈদ আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ 

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বিনোদন স্পট ঈদ আনন্দ উচ্ছ্বাসে পরিপূর্ণ 

রোদ-মেঘের লুকোচুরি মধ্যে ঈদের ছুটিতে রাজশাহী নগরীর বিনোদন স্পটগুলোতে মানুষের ঢল নেমেছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দিন বিকাল থেকে গত সোমবার পর্যন্ত ঈদ আনন্দ ভাগাভাগী করে নিতে পরিবার পরিজন নিয়ে বিনোদন প্রেমীরা ঘুরে দেখেন বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা।

রাজশাহীর নগরীর প্রধান বিনোদন কেন্দ্র পদ্মার ধার, শহীদ জিয়া শিশু পার্ক মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। রং-বেরঙের পোশাক পড়ে তরুণ-তরুণী ও শিশু-কিশোরসহ সকল শ্রেণির মানুষ ছুটে আসেন বিনোদন কেন্দ্রগুলোতে। নগরীর বিভিন্ন এলাকা থেকে শুরু করে জেলার বিভিন্ন স্থানের মানুষের সমাগম হয় এসব স্থানগুলোতে। 

ঈদের ছুটিতে রাজশাহীর বাইরে থেকে আসা মানুষগুলোও দীর্ঘদিন পর এসে আনন্দ উপভোগ করতে আসছেন পরিবার নিয়ে। তবে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে সংষ্কার কাজ শেষ না হওয়াতে তা আজও বন্ধ রয়েছে। নগরীতে সবচেয়ে বেশি ভিড় জিয়া শিশু পার্ক ও পদ্মা গার্ডেনে। সীমান্ত নোঙর পেরিয়ে সামান্য পথ পেরুলেই চোখে পড়ে সুদৃশ্য গ্যালারি সমৃদ্ধ মুক্তমঞ্চ। এটি লালন শাহ পার্ক।

 আঁকাবাঁকা সিঁড়ির মতো সাজানো-গোছানো গ্যালারিতে বসে অনায়াসে দেখা যায় পদ্মার অপরূপ দৃশ্য। লালন শাহ পার্ক পেরিয়ে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে হযরত শাহ মখদুমের (রহ.) মাজার। নদীর পাড়ঘেঁষে এ মাজারের অবস্থান। মাজার জিয়ারত কিংবা পরিদর্শনে এসে এক পলকের দেখা মেলে পদ্মা নদীর। মাজার সড়কের এপারেই নদীর ঘাট পর্যন্ত সুরম্য সিঁড়ি নির্মাণ করেছে সিটি করপোরেশন। এখানেও রয়েছে অনেক দর্শনার্থী। 

ঈদের দিন বিকেল থেকে রাজশাহীর বিনোদন স্পটগুলো ঘুরে দেখা যায়, বন্ধু-বান্ধবের সাথে ছবি তোলা, প্রিয়জনের সাথে হাঁটা, বিভিন্ন ধরণের খাবার খাওয়া, নৌকায় ঘুরে বেড়ানো নিয়ে যেন মেতে উঠেছে। পানিতে পা ডুবিয়ে কেউ পদ্মার নতুন পানিতে নৌকা ভ্রমণ করে। আবার কেউ আদরের ছোট্ট সন্তানটিকে নিয়ে যান মজার মজার খেলাঘর দেখাতে। 

টিএইচ