বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজস্থলীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাজস্থলীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। ইউএনও সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে তামাক ও তামাকজাত দ্রব্যাদীর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইনের বিধি-বিধান তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক সিবলী সাইফুল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস-চেয়ারম্যান গৌতমি খিয়াং, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ওসি তদন্ত কামরুজামান তালুকদার, ডা, আজমেরী সুলতানা, শিক্ষা অফিসার তাজরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশিষ ভৌমিক প্রমুখ। প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তারাসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিরা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ ৩০জন অংশগ্রহণ করেন।

টিএইচ