সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাজাপুরে চাচা-ভাতিজা খুন আটক চার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

রাজাপুরে চাচা-ভাতিজা খুন আটক চার

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা বেলায়েতকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে রাত নয়টার দিকে স্বজনরা তাদেরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রব ওই এলাকার মৃত মফেজ হাওলাদারের ছেলে এবং বেলায়েত তার সহদর মৃত মকবুল হোসেনের ছেলে। 

নিহতদের পরিবারের দাবি, পুলিশকে মাদকের তথ্য দেয়ার অভিযোগ তুলে তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর রাতেই পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ জেলা ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ ঘটনায় নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে একাটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ড সংঘঠিত হওয়ার পরপরই পুলিশের হাতে আটক চারজনকে মঙ্গলবার (২৫ এপ্রিল) আদালতে প্রেরন করেছে।
 
ঝালকাঠি পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানায়, আধিপাত্য বিস্তার ও জমি সংত্রুান্ত বিরোধের জেরে এ জোড়া খুন সংঘঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

টিএইচ