বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাজাপুরে জোড়া খুনের মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

রাজাপুরে জোড়া খুনের মামলা পিবিআইতে হস্তান্তরের দাবি

ঝালকাঠির রাজাপুরে গত সোমবার সংগঠিত হওয়া চাঞ্চল্যকর জোড়া খুনে নিহত আ.লীগ নেতা আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা মো. বেলায়েত হোসেনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। উপজেলার শুক্তাগর ইউনিয়নের জগাইরহাট ঈদগাহ ময়দানে গত সোমবার অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা আ.লীগের নেতরাসহ স্থানীয়রা। 

এ সময় উপজেলার শুক্তাগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তার ভাতিজা জোড়া খুনের আলোচিত হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনতে (পিবিআই) হস্তান্তরের দাবি জানিয়েছেন শোকসভায় উপস্থিত নেতারা।

জোড়া খুনের ঘটনায় কিলিং মিশনে অংশগ্রহণকারী ভারাটিয়া খুনিসহ আটক চারজনকে ইতোমধ্যে আদালত পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। শোকসভায় বক্তারা প্রভাবমুক্ত তদন্ত ও অভিযুক্তদের দ্রুত আটকের দাবি জানান। 

শুক্তাগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুল হক মৃধার সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা আ.লীগের সভাপতি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা এএইচএম খায়রুল আলম সরফরাজ, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মো. নূর হোসেন মাস্টার, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বাবু চন্দ্র শেখর হালদর, তারেক শাহীন মৃধা, ধর্ম বিষয়ক সম্পাদক মিলন মাহমুদ দেলোয়ার, আ.লীগ নেতা ইদ্রিস আলী হাওলাদার, শাহজাহান খান, যুবলীগ নেতা আ. সবুর হাওলাদার, নাসির নিহত আ.লীগ নেতা আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হোসেন ও নিহত বেলায়েত হোসেনের স্ত্রী শিউলি বেগম। 

টিএইচ