সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাজাপুরে ধর্ষণমামলার আসামি গ্রেপ্তার 

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

রাজাপুরে ধর্ষণমামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বয়সি এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামি সাকিবকে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাব।

ভুক্তভোগী গত ৫ মে সন্ধ্যায় তার নিজ বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে একটি বাগানের মধ্যে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায় সাকিব। এ ঘটনায় ওইদিন রাজাপুর থানায় একটি ধর্ষণের অভিযোগে মামলা করের ভুক্তভোগীর পিতা।

বুধবার (১৭ মে) সকালে র্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৮ এর অধিনায়ক মাহমুদুল হাসান জানান, আসামির সাথে কথা বলে জানতে পারি আসামি মাদকাসক্ত এবং এই মেয়েকে প্রথম থেকেই উত্ত্যক্ত করত, তার একটা টার্গেট ছিল এই মেয়েকে সে ধর্ষণ করবে। 

এ ব্যাপারে রাজাপুর থানায় একটি মামলা হয়েছে। র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ আভিযান চালিয়ে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গত মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় তাকে গ্রেপ্তার করে রাজাপুর থানায় সোপর্দ করা হবে।

টিএইচ