বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
The Daily Post

রাজারহাটে আ.লীগ নেতা গ্রেপ্তার 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 

রাজারহাটে আ.লীগ নেতা গ্রেপ্তার 

আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি রাজারহাট উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আবুনুর মো. আক্তারুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জানা গেছে, ২০১৩ সালে রাজারহাট বাজারের কাপড় ব্যবসায়ী ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হান্নান আলীর দোকানে ভাংচুর ও লুটপাটের ঘটনায় আগস্টে করা মামলার প্রধান আসামি আবুনুর মো. আক্তারুজ্জামানকে শুক্রবার (৩ জানুয়ারি) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে রাজারহাট থানা পুলিশ। 

গ্রেপ্তার আবুনুর মো. আক্তারুজ্জামান রাজারহাট ইউনিয়নের গোবর্ধন গ্রামের বাসিন্দা মৃত সাহাবাজ উদ্দিনের পুত্র। রাজারহাট থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন শুক্রবার (৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

টিএইচ