রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজারহাটে আ.লীগ সভাপতিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা 

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 

রাজারহাটে আ.লীগ সভাপতিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা 

রাজারহাট উপজেলা আ.লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মো. আক্তারুজ্জামান ও চাকিরপশার ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হান্নান হোসেন। 

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৩ সালে ৪ মার্চ রাজারহাট বাজারে আ.লীগের নেতারা বিএনপির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করে রাজারহাট বাজারে প্রদর্শন করার সময় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিক্ষোভকারীরা বিসমিল্লাহ ক্লোথ স্টোর ও গার্মেন্টসে হামলা চালায়। 

এ সময় হামলাকারীরা ওই প্রতিষ্ঠানের মালিক হান্নান হোসেনকে মারপিট করে প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে নগদ টাকাসহ কাপড় ও মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়া টিভি, ফ্যান-লাইট, ১২টি টুল, ক্যাশ বাক্স ভেঙে নষ্ট করে রাস্তায় আগুন দিয়ে পুড়ে দেয়। 

পরে হামলাকারীরা প্রতিষ্ঠানের মালিক হান্নানকে আইনগত ব্যবস্থা নিলে প্রাণে মেরে ফেলার হুমকী দেয়ায় তিনি কোন মামলা করেননি।

গত শুক্রবার রাতে উপজেলার চাকিরপশার তালুক গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে হান্নান হোসেন বাদী হয়ে হামলার হুকুমদাতা রাজারহাট উপজেলা আ.লীগের সভাপতি আবুনুর মো. আখতারুজ্জামানকে প্রধান অভিযুক্ত করে ১৫ জনসহ অজ্ঞাত আরও ১৫ জনের নামে রাজারহাট থানায় একটি মামলা করেন। মামলা নম্বর-৬। হান্নান হোসেন ২০১৩ সালে বিএনপির রাজারহাট উপজেলা শাখার দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

টিএইচ