আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের অংশগ্রহণে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। কর্মশালায় রাজারহাট উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা নীলুফা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুল আল আসাদ, এএসপি একেএম ওহিদুন্নবী, উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, রাজারহাট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভূমিকা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল হক, প্রশিক্ষক ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান মো. আশরাফুল আলম প্রমুখ।
রাজারহাটে ৬৩ ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং কর্মকর্তাসহ প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তারা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
টিএইচ