সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজারহাট উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত  

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 

রাজারহাট উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত  

উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পির সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রথম সভায় বক্তব্য রাখেন রাজারহাট ইউএনও খাদিজা বেগম। 

রোববার (৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রথম মাসিক সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, রাজারহাট থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান (পিপিএম), উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী। 

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরফানুল আলম, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা শাহ আলম সরকার, উপজেলা বিআরডিপি কর্মকর্তা উজ্জ্বল কুমার, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম এমপির প্রতিনিধি ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি এরশাদুন্নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

টিএইচ