মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

রাণীনগরে আ.লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

রাণীনগরে আ.লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘঠছে। আর এ নির্বাচনি প্রচারণা নিয়ে নওগাঁর রাণীনগরে দুপক্ষের দ্বন্দ্বে হামলা ও মারপিটের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা করা হয়েছে। দায়েরকৃত দুটি মামলায় মোট ৭৭জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় থানাপুলিশ বুধবার (২৭ ডিসেম্বর) অভিযান চালিয়ে উপজেলার কাশিমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। হামলার ঘটনায় নৌকা প্রতিকের সমর্থক কাশিমপুর গ্রামের আবদুস সামাদের ছেলে বাদল হোসেন বাদী হয়ে ট্রাক প্রতিকের কর্মী-সমর্থক ১১ জনের নাম উল্লেখ করে এবং আরো ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামি করে গত মঙ্গলবার সন্ধায় থানায় মামলা করেন।

মামলার প্রেক্ষিতে বুধবার (২৭ ডিসেম্বর) থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাক প্রতিকের সমর্থক কাশিমপুর গ্রামের মেহের আলীর ছেলে অফিল উদ্দীনকে ঘটনার সঙ্গে জরিত সন্দেহে গ্রেপ্তার করে। অপরদিকে ট্রাক প্রতিকের কর্মী আহত আনোয়ার হোসেনের ছেলে সবুজ আলী বাদী হয়ে গত মঙ্গলবার সন্ধায় কাশিমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকসহ ১৬জনের নাম উল্লেখ করে আরো ৮/১০জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

মামলার প্রেক্ষিতে বুধবার (২৭ ডিসেম্বর) অভিযান চালিয়ে কাশিমপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান সেন্টু এবং ঘটনার সঙ্গে জরিত সন্দেহে নৌকার সমর্থক খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, হামলা ও মারপিটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে ট্রাক প্রতিকের একজন ও নৌকা প্রতিকের দুইজন কর্মী/সমর্থকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোর্পদ করা হয়েছে। এ ছাড়া ঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

টিএইচ