সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নাগরিক সংবর্ধনা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে নাগরিক সংবর্ধনা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রমজান আলী প্রামানিককে নাগরিক সংবোর্ধনা দেয়া হয়েছে। 

সমপ্রতি পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় শনিবার (২২ জুলাই) নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে তাকে এই সংবোর্ধনা দেয়া হয়। তিনি স্কুল জীবনে আবাদপুকুর উচ্চ বিদ্যালয় থেকেই এসএসসি পাশ করেন এবং তিনি উপজেলার কয়াকুঞ্চি গ্রামের কৃতি সন্তান।

অত্র উপজেলার সুধি সমাজের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও একডালা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের বগুড়া জোনের তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল। 

এছাড়া ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলার পাকুড়িয়া গ্রামের আরেক কৃতি সন্তান এবং ঢাকা মালিবাগ সিআইডির ইন্সপেক্টর আছলাম আলী সরকার। আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রী প্রদ্যু’ কুমার সরকার, বর্তমান প্রধান শিক্ষক আবদুস সোবহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ