বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

রাণীনগরে পারইল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগরে পারইল ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁর রাণীনগরের ৪নং পারইল ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ মে) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চেয়ারম্যান জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। 

অনুষ্ঠানে আগামী অর্থবছরের (২০২৩-২০২৪) রাজস্ব ১৪ লাখ ৫০০ টাকা আর উন্নয়ন ১ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৫১৮ টাকার বাজেট ও কর্মপরিকল্পনা পেশ করেন ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান।

এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, সাবেক চেয়ারম্যান হবিবর রহমান, মুক্তিযোদ্ধা এম এম সোলায়মান, পরিষদের সকল সদস্য, সচিব তরিকুল ইসলাম ও বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

টিএইচ